শুরু হলো প্রথম ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’
লতাপাতা-পাটের আঁশ দিয়ে সাজানো সবুজ দেয়াল। ছড়িয়ে পড়ছে ফ্লুসেন্ট আলোর আভা। দেয়োলে আঁকা কার্টুন, ছাতা, মাছ, কলাগাছ..। কুইজের সমারোহ। মেঝেতে এক্কা দোক্কা খেলার আঁকিবুকি। ছি-কুত কুত, বৌ-ঝি, কাবাডির মাঠ। শ্যামল বাংলার প্রকৃতিতে ট্যাব-ল্যাপটপ নিয়ে বিশ্ব পরিভ্রমণ করছে শিশুরা। মোবাইল পিসিতে বাংলাদেশের তৈরি গেইম খেলছে কেউ কেউ। কিশোরদের তৈরি কাগজের ফুল, গ্লাস, চড়কি, প্লেন..। এগিয়ে গেলেই আছে নীল আভার গ্যালাক্সি-জগত।
এমন বৈচিত্র্যময় নানা শিশুতোষ পসরা নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হলো চার দিনের ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’। বুধবার সকালে ১০টি জোন নিয়ে পরিদর্শনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্মার্ট শিশু উৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোহাম্মাদ সাহাবুদ্দিন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ, উদ্ভাবনী, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এবং মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই উৎসবের আয়োজন রাষ্ট্রপতিকে ঘুরিয়ে দেখান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বিসিসি মহাপরিচালক রণজিৎ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসব আয়োজন ঘুরে দেখার পর জাতীয় সঙ্গীত ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।







